হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জসহ দেশের সাতটি জেলায় পুনরায় লকডাউন দেওয়া হয়েছে। এই লকডাউনে কোনো প্রকার গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নারায়ণগঞ্জে। লকডাউনের প্রথম দিনেই এ পর্যন্ত প্রায় দুই শতাধিক নারায়ণগঞ্জমুখী যানবাহন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ফিরিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশও।

আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ৭টি পুলিশের তল্লাশি চৌকি ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর, রূপগঞ্জের তারাব, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সোনারগাঁয়ের মেঘনা, আড়াইহাজারের পুরিন্দা ও রূপগঞ্জের গোলাকান্দাইলে এই তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ ছাড়াও থানা-পুলিশ, র‍্যাবও বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সকাল ৬টা থেকে অবস্থান নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম প্রধান।

তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় লকডাউন কঠোরভাবে প্রতিপালনের জন্য সাইনবোর্ড এলাকায় জেলার অভ্যন্তরে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার অভ্যন্তরে কোনো পরিবহন আমরা ঢুকতে দিচ্ছি না। এ পর্যন্ত ২০০ থেকে ২৫০ যানবাহন ঘুরিয়ে দিয়েছি। তবে জরুরি সেবার আওতাভুক্ত কিছু পরিবহন প্রবেশ ও বের হতে দেওয়া হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নারায়ণগঞ্জ জেলায় সাতটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। লকডাউন না মানার কোন সুযোগ নেই বলে মনে করেন তিনি।

মনিরুজ্জামান আরও জানান, জীবনকে আগে গুরুত্ব দিতে হবে এবং সরকারি নির্দেশনা পুরোপুরি পালন করতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জের ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব রকম গণপরিবহন এবং দোকান-পাট বন্ধ থাকবে। তবে জরুরি সেবা যেমন ওষুধ, জরুরি খাদ্য, কৃষি ও শিল্প উপকরণ পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন