রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকার একটি সুইমিং পুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদমান ওয়াকিল সিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ জানার জন্য মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সাদমানের গ্রামের বাড়ি জামালপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আজ রোববার বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘সাদমান রাজধানীর যাত্রাবাড়ীতে থাকতেন। তিনি রোববার সকালে আফতাব নগরের সি-ব্লকের একটি সুইমিংপুলে সাঁতার কাটতে একাই এসেছিলেন। সুইমিং পুলে একাই সাঁতার কাটছিলেন। কিছুক্ষণ পর সেখানে থাকা লোকজন তাকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ময়নাতদন্ত হবে। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে চেয়েছিল, তবে তাঁর মৃত্যুর রহস্য জানার জন্য আমরা ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছি।’
সাদমান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী রাকিবুল হাসান তমালের ছেলে। তার মা শিরিন সুলতানা শিখা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করেন।
নিহতের চাচা জয়নাল আবেদীন জানান, সাদমান ওয়াকিল সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিন বছর আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বের হন। তিনি ৪১তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি নিয়মিত সাঁতার কাটতে বাড্ডা এলাকার আফতাব নগরের একটি সুইমিং পুলে যেতেন।
সোমবার সকালে তাঁর মরদেহের ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।