হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাত (১৮) নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে মালিবাগ গুলবাগ রেললাইনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিক্ষার্থী গুলবাগে রেললাইন পার হচ্ছিল। এ সময় একটি ট্রেন কমলাপুরের দিকে চলে যায়। হঠাৎ কমলাপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত সিফাতের বাবা আবুল হোসেন। তিনি বলেন, তাঁদের বাসা যাত্রাবাড়ী মীরহাজীরবাগ নবীনগর এলাকায়। সিফাত যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসএসি পাস করে। সন্ধ্যায় তার এক খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে ওই এলাকায় গিয়েছিল। লোক মারফত সংবাদ পান, ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। পরে হাসপাতালে ছেলের মরদেহ দেখেন।

তিনি আরও বলেন, তাঁদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ নবীনগর এলাকায় ভাড়া থাকে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সিফাত ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট