হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগে অনুপ্রবেশকারী ঢুকে যেন বদনাম করতে না পারে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুপ্রবেশকারীরা সংগঠনে ঢুকে যেন ছাত্রলীগের বদনাম করতে না পারেন, এ নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সভার পর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে সতর্ক করেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে। আওয়ামী লীগ গঠিত হওয়ার আগে ছাত্রলীগ গঠিত হয়েছিল। বয়সে আওয়ামী লীগের চেয়ে ছাত্রলীগ এক বছরের বড়। স্বাধিকার আদায় থেকে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ছাত্রলীগের যে অবদান তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ স্বাধীনতা অর্জনের পরেও ছাত্রলীগ দেশ গঠনে ভূমিকা রেখেছে। 

তিনি বলেন, ‘ছাত্রলীগের কাছে আমার প্রত্যাশা হচ্ছে ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ছাত্রলীগের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী ঢুকে বদনাম করতে না পারে। যারা চুন থেকে পানি খসলেই কিংবা কিছু হলেই সেটার সাথে ছাত্রলীগে কোনোভাবে এক সময় নাম লিখিয়েছিল কিংবা লেখায়নি, সেই গন্ধ খুঁজে ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করার অপচেষ্টা করে, তাদের সেই মানসিকতা পরিহারের অনুরোধ জানাই।’ 

সরকার পতন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হুমকির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুলরা নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সামনে কয়েক শ মানুষ দেখতে অভ্যস্ত ছিলেন। বছরের পর বছর তাই দেখেছেন। এখন বিভিন্ন জেলায় ঘুরে সেখানে বিভিন্ন সমাবেশে আমরা দেখেছি তারা মারামারি করেছেন। মারামারি করে নিজেদের সভা পণ্ড করছেন। বিভিন্ন স্থানে কয়েক শ মানুষ দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা খেই হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথেই আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন। নির্বাচনে আসলে সেটা তারা অনুধাবন করতে পারবেন।’

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে