হোম > সারা দেশ > ঢাকা

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুকসহ আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ওমর ফারুক সুমন (৪৭); ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু নাঈম জুবের (২২); মিরপুর মডেল থানা ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সহসভাপতি মো. তানভীর ইসলাম (৩০); দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) এবং মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহসভাপতি মো. আমজাদ হোসেন রাজন (৪৪)।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি মিরপুর বিভাগ রামপুরা থানাধীন ডিআইটি রোড, মালিবাগ এলাকা থেকে আবু নাঈম জুবেরকে ও রাত আনুমানিক সাড়ে ১১টায় মিরপুর মডেল থানার মুক্ত বাংলা এলাকা থেকে মো. তানভীর ইসলামকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম উত্তরা থানার কাওলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন বেলা আনুমানিক সাড়ে ৩টায় মতিঝিল থানার শাপলা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আমজাদ হোসেন রাজনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

অপরদিকে গতকাল দিবাগত রাত আনুমানিক আড়াইটায় ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন