হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এতে আজকের পত্রিকার প্রতিবেদক এস এম নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সকাল থেকেই আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সেখানে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকেরা।

পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন আজকের পত্রিকার প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম।

নূর মোহাম্মদ বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ আজ হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশন জটিলতায় তা হয়নি। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের সময় বিএনপিপন্থী আইজীবীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। সে সময় সাংবাদিকদেরও মারধর করে পুলিশ। বারবার পরিচয় দেওয়ার পরও পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করেছে।’

এ ব্যাপারে পুলিশের তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন