হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের কালির বাজারে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মাংসপট্টির এলাকার মসলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরেই খবর আসে বাজারে আগুন লেগেছে। ছোট ছোট দোকান ও  মসলার কারণে মুহূর্তেই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো বাজার। আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সোয়া কোটির কাছাকাছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ‘কালির বাজারে কয়েকটি মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে ভেতরে প্রচুর মসলা ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন নেভাতে অসুবিধা হয়েছে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন ধোঁয়ায়। এ ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আনুমানিক ৩০টির বেশি দোকানে আগুন লেগেছে। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আগুন নেভানোর পর তদন্ত করে বলা যাবে। আমাদের মোট ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়