হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের কালির বাজারে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মাংসপট্টির এলাকার মসলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরেই খবর আসে বাজারে আগুন লেগেছে। ছোট ছোট দোকান ও  মসলার কারণে মুহূর্তেই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো বাজার। আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সোয়া কোটির কাছাকাছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ‘কালির বাজারে কয়েকটি মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে ভেতরে প্রচুর মসলা ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন নেভাতে অসুবিধা হয়েছে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন ধোঁয়ায়। এ ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আনুমানিক ৩০টির বেশি দোকানে আগুন লেগেছে। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আগুন নেভানোর পর তদন্ত করে বলা যাবে। আমাদের মোট ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই