হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সেনাবাহিনীর কাছ থেকে ছিনতাই হওয়া আরেকটি অস্ত্র উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গতকাল শনিবার বিক্ষোভের সময় লুট হওয়া আরেকটি অস্ত্র উদ্ধার হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার সময় জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রামের আকবর শিকদারের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে গোপীনাথপুরের রাস্তা থেকে অস্ত্রটি কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন জানতে পেরে অস্ত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।

সুমন খান আরও বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রটি গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর একটি স্টেনগান ও গুলিভর্তি একটি ম্যাগাজিন। পরে এক পুলিশ সদস্য সেটি উদ্ধার করে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর কাছে জমা রাখেন। পরে সন্ধ্যায় সদর উপজেলার শরিফপাড়া পেট্রলপাম্পের সামনে থেকে কর্নেল সাফায়েতের কাছে অস্ত্রটি হস্তান্তর করা হয়।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই