হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

বরিশাল প্রতিনিধি

শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এই অভিযোগের ভিত্তিতে বরিশালের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) ফার্মেসি বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাঁকে ইনস্টিটিউটের আবাসিক হলের সহকারী সুপার পদ থেকেও অপসারণ করা হয়েছে। 

শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়টি তদন্তে চার সদস্যর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মানস কৃষ্ণ কুণ্ডু।

ডা. মানস কৃষ্ণ কুণ্ডু বলেন, ‘শিক্ষক মিজানুরকে বৃহস্পতিবার তাঁর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে ইনস্ট্রাক্টর আব্দুস সাত্তারকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।’ 

এর আগে, গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর মিজানুর রহমানের বিরুদ্ধে সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন ইনস্টিটিউটের এক ছাত্র। ছাত্রের অভিযোগের সঙ্গে সংযুক্ত মেসেঞ্জারের কথোপকথনে ওই ছাত্রকে একাধিকবার শিক্ষক মিজানুর রহমান সমকামিতার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগে জানা গেছে। একই অভিযোগ করেছেন আরও কয়েক শিক্ষার্থী। 

শিক্ষক মিজানুর রহমান জানান, তাঁর ফেসবুক হ্যাক হয়েছিল। ষড়যন্ত্র করে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সবকিছু বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। 

উল্লেখ্য, আইএইচটি শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়–শেবাচিম (শেরে বাংলা মেডিকেল কলেজ) হাসপাতাল কম্পাউন্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন