রাজধানীর বিমানবন্দরে মহাসড়কে গণেশ দাস নামের এক আনসার সদস্যকে চাপা দিয়ে পিকআপচালক পালিয়ে গেছেন। গুরুতর আহত আনসার সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা-গাজীপুর মহাসড়কের বিমানবন্দরের সেন্টার পয়েন্টের সামনে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও একটি মিনি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। পরে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার ও আনসার ব্যাটালিয়নের ঢাকা মহানগর উত্তরের জোন কমান্ডার ডেপুটি ডাইরেক্টর গোলাম মাওলা।
দুর্ঘটনার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যক্তিকে মহাসড়কে একটি পিকআপ ভ্যান চাপা দিয়ে গাড়ি রেখেই চাবি নিয়ে পালিয়ে গেছেন চালক। পরে গাড়িটি রেকারের মাধ্যমে সরানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ জনগণ তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। গণেশ দাস বিমানবন্দরে ডিউটি শেষ করে ব্যারাকে ফিরছিলেন।
আহত ওই আনসার সদস্য সাতক্ষীরার তালা উপজেলার নুরুল্লাপুর গ্রামের শৈলেন দাসের ছেলে।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে যাওয়া সাব-ইন্সপেক্টর সঠিক ঘটনাটি বলতে পারবেন। আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। পরে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক (এসআই) ইফতেখার আহমেদের সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে আনসার ব্যাটালিয়নের ঢাকা মহানগর উত্তরের জোন কমান্ডার ডেপুটি ডাইরেক্টর গোলাম মাওলা আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য গণেশ দাস আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।’
আইনানুগ ব্যবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ডিডি গোলাম মাওলা বলেন, ‘এ ঘটনায় একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। আনসার সদস্য সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁর সুস্থতার জন্য আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।’