হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা গত মাসের (অক্টোবর) বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেয়। তাতে চরম যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার তারা একই দাবিতে অবরোধ করে। পরে শুক্রবার বিরতি দিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় মহাসড়ক অবরোধ করে। দিনভর অবরোধ করার পর রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে তারা আজও মহাসড়কের একই স্থানে অবরোধ করে।

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

শিল্পপুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছে। গত কয়েক মাসের মতো চলতি মাসেও বেতনের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা।

বেক্সিমকোর শ্রমিক আজিজুল হক বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। বেতনটা সময়মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না। বেতন দিক, আমরা কাজে চলে যাব।’

গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

শ্রমিক রাজিয়া আক্তার বলেন, ‘বেতন না দিলে আইজকা আর সড়ক থাইকা যাইতাছি না। সড়ক বন্ধ না করলে সরকারের টনক নড়ে না। হেরা আমাগো কথা হোনবার চায় না।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার