হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এনসিপি নেতা-কর্মীদের

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী মোড় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় অবরোধ করেছেন এনসিপির নেতা-কর্মীরা।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে যাত্রাবাড়ী চৌরাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করেন। ১ ঘণ্টা পরে বিকেল ৬টায় ব্লকেড খুলে দেন। বর্তমানে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন চার প্লাটুন বিজিবি সদস্য। এর আগে সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।

এনসিপির কেন্দ্রীয় সদস্য আতিকুজ্জামান হৃদয় ও কদমতলী থানা শাখার সমন্বয়ক মাহমুদুল হাসান রাকিব মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে বক্তব্যে তাঁরা বলেন, ‘গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা দিয়ে দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়। আমরা হামলাকারীদের গ্রপ্তারের দাবি জানাই।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল