গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী মোড় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় অবরোধ করেছেন এনসিপির নেতা-কর্মীরা।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে যাত্রাবাড়ী চৌরাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করেন। ১ ঘণ্টা পরে বিকেল ৬টায় ব্লকেড খুলে দেন। বর্তমানে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন চার প্লাটুন বিজিবি সদস্য। এর আগে সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।
এনসিপির কেন্দ্রীয় সদস্য আতিকুজ্জামান হৃদয় ও কদমতলী থানা শাখার সমন্বয়ক মাহমুদুল হাসান রাকিব মিছিলের নেতৃত্ব দেন।
মিছিল শেষে বক্তব্যে তাঁরা বলেন, ‘গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা দিয়ে দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়। আমরা হামলাকারীদের গ্রপ্তারের দাবি জানাই।’