হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অটোস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। 

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মাহবুব হাসান কাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি প্রমুখ বক্তব্য দেন। 

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলা প্রত্যাহারসহ যত দিন আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা হবে, তত দিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও নেতা–কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই