হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অটোস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। 

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মাহবুব হাসান কাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি প্রমুখ বক্তব্য দেন। 

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলা প্রত্যাহারসহ যত দিন আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা হবে, তত দিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও নেতা–কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।’

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন