হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জমি নিয়ে বিরোধে বাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ির ফটকে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে এক গৃহবধূ মারা গেছেন। তাঁর নাম বিউটি বেগম (৫০)। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তাঁর। 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, বিউটি বেগমের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গতকাল সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকায়। এ সময় একটি পক্ষের অনুসারীদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

নিহত গৃহবধূর মেয়ে স্কুলশিক্ষিকা শিমু আক্তার বলেন, ‘সোমবার সকালে জমি নিয়ে বিরোধে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে স্থানীয় জাহের আলীর অনুসারীদের সংঘর্ষ হয়। জাহের আলীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁদের পরিবারের। সে সূত্র ধরে বিকেলে হারেজের অনুসারীরা তাঁদের বাড়িতে হামলা চালান। বাড়ির ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় আমার মা আগুনে দগ্ধ হয়। তাঁর গায়ের আগুন নেভাতে এসে আমারও হাত পুড়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন আমাদের প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যায়।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’