হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজিজ কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আ. হামিদ জানান, প্রথমে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও ছয়টি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিক হঠাৎ করে কারখানাটিতে আগুন ধরে। এসময় কারখানার ভেতর থাকা লোকজন চিৎকার করে বাইরে বের হওয়া শুরু করে। মুহুর্তের মধ্যে কারখানার ভেতরের একটি ভবনে আগুনের লেলিহান শিখা বেড়ে যায়। আগুনের ভয়াবহতায় আশপাশের বসতবাড়ির লোকজন আতংকিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় চলে আসে। 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পরপরই কারখানার ভেতর রয়েছি। সার্বিকভাবে আগুন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই