নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মঞ্জুর কাদের (৪০)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট নরসিংদী জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
এসপি আনোয়ার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কাদের ভৈরব রেলওয়ে থানার একটি হত্যা মামলার আসামি। সে জেলহাজত থেকে পালিয়ে যাওয়ার পর ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন।
কাদেরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এসপি আনোয়ার।