হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৫ মিনিটের হঠাৎ ঝড়ে লন্ডভন্ড পুরো এলাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ মিনিটের আকস্মিক ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জিনারী ইউনিয়নের অধিকাংশ এলাকা। গতকাল শুক্রবার রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝোড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে। 

স্থানীয়রা জানিয়েছেন, হোসেনপুর উপজেলার উত্তর দিকের জিনারী ইউনিয়ন ও সিদলা ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার রাতে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়, সেই সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডব। এতে উপড়ে যায় অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সঙ্গে আমন ধানেরও ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন ব্যাহত হচ্ছে যান চলাচল। 

এ ঝড়ে গাবরগাঁও, নামা জিনারী, হলিমা, ডাকরীয়া, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামেগঞ্জে লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নামা জিনারীর বাসিন্দা মো. শামসুল হক জানান, রাত ৭টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। চোখের সামনে গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। গ্রামের অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ধানের ক্ষতি হয়েছে। 

হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাসুদ রানা বলেন, ‘জিনারী  ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারণে পোল ভেঙে যায় ও লাইনের ওপরে গাছপালা পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের লোকজন লাইন সচল করার চেষ্টা করছে।’ 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  অনিন্দ্য মণ্ডল বলেন, ‘রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন