হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, উন্নয়ন করে না: স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, উন্নয়ন করে না।’ আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও চাচিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় মন্ত্রী এ কথা বলেন। 

যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার সঠিকভাবে মোকাবিলা করায় সারা বিশ্ব আমাদের প্রশংসা করেছে। যখন করোনার টিকা পাওয়া যাচ্ছিল না, তখন আমরা করোনার টিকা বিনা মূল্যে ব্যবস্থা করেছি। করোনা মহামারির সময় বিএনপি মানুষের পাশে না থেকে সমালোচনায় ব্যস্ত ছিল। করোনার টিকায় নাকি কোনো উপকার হবে না। কিন্তু টিকার কারণেই আমাদের মৃত্যুহার কম ছিল। আবার বিএনপি-জামায়াতের লোকই আগে টিকা নিয়েছে।’ 

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কিবরিয়ার। 

সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস ছালাম পিপি, এলজিডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জের সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন প্রমুখ। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দিঘলিয়ার বিভিন্ন উন্নয়নমূলক নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাপ্ত ভবন উদ্বোধন করেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ