হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, উন্নয়ন করে না: স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, উন্নয়ন করে না।’ আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও চাচিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় মন্ত্রী এ কথা বলেন। 

যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার সঠিকভাবে মোকাবিলা করায় সারা বিশ্ব আমাদের প্রশংসা করেছে। যখন করোনার টিকা পাওয়া যাচ্ছিল না, তখন আমরা করোনার টিকা বিনা মূল্যে ব্যবস্থা করেছি। করোনা মহামারির সময় বিএনপি মানুষের পাশে না থেকে সমালোচনায় ব্যস্ত ছিল। করোনার টিকায় নাকি কোনো উপকার হবে না। কিন্তু টিকার কারণেই আমাদের মৃত্যুহার কম ছিল। আবার বিএনপি-জামায়াতের লোকই আগে টিকা নিয়েছে।’ 

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কিবরিয়ার। 

সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস ছালাম পিপি, এলজিডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জের সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন প্রমুখ। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দিঘলিয়ার বিভিন্ন উন্নয়নমূলক নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাপ্ত ভবন উদ্বোধন করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির