হোম > সারা দেশ > ঢাকা

স্ট্যান্ড ফর এনআইডি: মানববন্ধন কর্মসূচিতে ইসির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তাঁরা।

গতকাল বুধবার জানানো হয়, ইসি সচিবালয় ও সারা দেশের অফিসের বাইরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলবে। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

মানববন্ধনে বিক্ষোভকারীরা-‘এক-দুই-তিন-চার, এনআইডির পিছু ছাড়’; ‘ভোট চুরির ধান্দা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়’; ‘ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না’; ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ‘ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন। একই ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ডও রয়েছে তাঁদের হাতে।

এদিকে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিয়েছেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘণ্টা ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালন করা হবে।’

আগামী বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচির সময় কর্মবিরতি থাকবে। সেই হিসাবে এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।

আরও খবর পড়ুন:

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার