হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত হোসেন বাবুল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে সোমবার তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

লিয়াকত হোসেন বাবুল বলেন, ‘কেরানীগঞ্জের হাসনাবাদ নাইয়াটোলা মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া তাঁদের ৯ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে তাঁরা তিনতলা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাড়ির নিচতলায় দুটি দোকান ভাড়া দিয়েছেন। সম্প্রতি স্থানীয় নূরে আলম, শহিদ আলম, কামাল মিয়া, মো. ফারুক ও মনির হোসেন আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ১৪ জুলাই দুপুরে তাঁরা দলবল নিয়ে এসে ভাড়াটেকে মারধর করে বের দিয়ে একটি দোকানে তালা ঝুলিয়ে দেন। এ ব্যাপারে ওই দিনই থানায় লিখিত অভিযোগ করলেও আশানুরূপ কোনো সহায়তা পাইনি। এখন চাঁদাবাজরা হুমকি দিচ্ছেন।’

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। এএসআই আতাউর সেটি তদন্ত করছেন। তদন্তের ফলাফল আমাকে জানালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার