হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ওষুধ তৈরির কারখানার গ্যারেজে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থানার কাঁঠালদিয়া এলাকার এসকেএফ নামের ওষুধ তৈরির একটি কারখানার গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। 

আগুন লাগার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রবিউল হাসান। তিনি বলেন, ‘ঘটনাস্থলে ছয়টি ইউনিট যায়, একটি কাজে না লাগায় পাঁচটি দিয়ে আগুন নেভানো হয়। আজ বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

সরেজমিন জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে এসকেএফ কারখানার গ্যারেজের ভেতরে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান শ্রমিকেরা। পরে কারখানা থেকে ফায়ার সার্ভিস অফিসে খবর পাঠানো হয়। এ সময় কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। 

ফায়ার সার্ভিস জানায়, এসকেএফের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ছয়টি ইউনিটের কর্মীরা। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ডাম্পিংয়ের কাজ করা হয়। আগুন লাগার কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। 

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের অফিসে খবর পাঠাই। আগুনে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।’

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল