হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: নির্ধারিত সময়ে কমলাপুর ছাড়েনি সকালের ৩ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দুর্ঘটনার আগে থেকেই কমলাপুর রেলস্টেশনে বিলম্বে আছে তিনটি ট্রেন। এসব ট্রেনের সময় সকালে হলেও বেলা ১টা পর্যন্ত ট্রেনগুলোকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই দেখা যায়। জয়দেবপুরে দুর্ঘটনার কারণে লাইন ক্লিয়ার না থাকার বিষয়টি এই বিলম্বে প্রভাব ফেলেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বুড়িমারী এক্সপ্রেস, সকাল ৯টায় রংপুর এক্সপ্রেস ও বেলা সাড়ে ১১টায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আজ বেলা ১টা পর্যন্ত সেগুলো কমলাপুর ছেড়ে যায়নি।

এর সঙ্গে জয়দেবপুরে সংঘটিত দুর্ঘটনার কোনো যোগ নেই বলে সকালের দিকে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। তিনি বলেছিলেন, পশ্চিমাঞ্চলের সকালের কোনো ট্রেনের দুর্ঘটনার জন্য সমস্যায় পড়েনি। বাকি ট্রেনগুলো সব দুপুরের পর। 

তবে কমলাপুর স্টেশনমাস্টার শাহাদাৎ হোসেন জানান, জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার কারণে কিছুটা ঝামেলা হয়েছে। তিনি বলেন, ‘জয়দেবপুরের দুর্ঘটনার কারণে যাতায়াত উপযোগী (লাইন ক্লিয়ার) ছিল না। এটা ঠিক হয়েছে, ধীরে ধীরে সবগুলো ট্রেন ছেড়ে যাবে।’ 

এর আগে, আজ বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগন্যালে মুখোমুখি সংঘর্ষ হয় টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী একটি ট্রেনের। এতে চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ