হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবির হাতে গ্রেপ্তার ডিএনসিসির সাবেক কাউন্সিলর মো. মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুর আহমেদ নগর থেকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট