হোম > সারা দেশ > ঢাকা

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসপাতাল থেকে বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। 

গত ৭ মে (শনিবার) রাতে অসুস্থ মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ওই সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক বিমল রায় জানিয়েছিলেন, নুরুজ্জামান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তাঁর উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। পরে রংপুর মেডিকেলেই মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। 

সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ জানিয়েছিলেন, ঢাকা থেকে আসার পর থেকেই তিনি (মন্ত্রী) ঈদ উদ্‌যাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলেন। কয়েক দিন ধরে ঠিকমতো বিশ্রাম নেওয়া হয়নি তাঁর। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়িতে ফেরার পথে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রমেক হাসপাতালে নেওয়া হয়। 

হৃদ্‌রোগে আক্রান্ত লালমনিরহাট-২ আসনের এই সাংসদকে ৮ মে বিকেলে পারিবারিক সিদ্ধান্তে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানেই এত দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট