কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে শহরের নাগিনা জোহা সড়ক মিছিল করে দলটির নেতা-কর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলীয় প্রধান ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। মিছিল শেষে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত পথসভা করেন।
মিছিল চলাকালে ফতুল্লা থানা-পুলিশের একটি গাড়ি ও পুলিশের উপস্থিতি দেখা যায়। এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম গণমাধ্যমকে বলেন, বিশৃঙ্খলা বা নাশকতা না করলে পুলিশ কর্মসূচিতে বাধা দেয় না।