হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাঁসের জন্য শামুক কুড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে হাঁসের খাবার সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের বড় হাওরে এ ঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলাম খয়রত গ্রামের বাসিন্দা এবং কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের বাড়িতে পালিত চারটি হাঁস রয়েছে। হাঁসগুলোর জন্য শামুক কুড়াতে তিনি আজ সকাল ১০টার দিকে ঠেলা জাল নিয়ে বড় হাওরে যান।

বেলা ১টার দিকে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড় হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাঁকে নিথর অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের মেজো ছেলে বরজু মিয়া বলেন, ‘বয়সের কারণে বাবা অন্য কোনো কাজ করতেন না। বাড়ির হাঁসগুলোর দেখভাল করতেন। তাঁর বড় কোনো শারীরিক সমস্যা ছিল না। ধারণা করছি, শামুক কুড়াতে গিয়ে গভীর পানিতে পড়ে যাওয়ায় তিনি ঠাঁই না পেয়ে ডুবে যান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘বড় হাওরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা জায়গাটি পরিদর্শন করেছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন