নোয়াখালীর কোম্পানীগঞ্জের কলেজছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের একাংশের ডাকে বসুরহাট জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের এই অংশের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, হাজারীহাট কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ চৌধুরী বাবুল, যুবলীগের সভাপতি লুৎফর রহমান মিন্টু, নাজিম উদ্দীন মিকন চেয়ারম্যান, এ বি এম মহিউদ্দিন সোহাগ চেয়ারম্যান, জসীম উদ্দিন শাহীন চেয়ারম্যান, হামিদ উল্যাহ হামিদ, জাকির হোসেন হৃদয়, মির্জা মাশরুর কাদের তাশিক, শাহাদাত হোসেন সজল, আরমান আল ইসলাম তন্ময় প্রমুখ।
বক্তারা শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামাইর টেকসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে শাহনাজ পারভীন প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রিয়তা সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী এবং মডার্ন হসপিটালে শিক্ষানবিশ নার্স ছিলেন। প্রিয়তা পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বটইয়া ইউনিয়নের ডন্মর ওয়ার্ডের নুর নবীর মেয়ে।