হোম > সারা দেশ > ঢাকা

১৭ বছরের ফাইয়াজের রিমান্ড বাতিল, শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার সিএমএম আদালত ও ঢাকার শিশু আদালত-৩ রিমান্ড বাতিলের এই নির্দেশ দেন। এ সময় শিশু ফাইয়াজকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে এসএসসি ও জন্মসনদ দাখিল করার পর আদালত এই সিদ্ধান্ত দেন।

এর আগে গতকাল শনিবার যাত্রাবাড়ী থানা-পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে ফাইয়াজকে অন্য আসামিদের সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন ফাইয়াজের বয়সের স্বপক্ষে কোনো সনদ দাখিল করতে না পারায় আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন।

আজ রোববার ফাইয়াজের আইনজীবী জন্মনিবন্ধন সনদ ও এসএসসির সনদ আদালতে দাখিল করেন। জন্মনিবন্ধন অনুসারে, ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে ফাইয়াজ।

আদালত আদেশে লিখেছেন, হাসনাতুল ইসলাম ওরফে ফাইয়াজের জন্মসনদটি যাচাই করে সঠিক পাওয়া গেছে। জন্মসনদ অনুযায়ী দেখা যায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর বয়স ১৭ বছর ৩ মাস। আপাতদৃষ্টিতে তার বয়স অনুরূপ প্রতীয়মান হয়। এমতাবস্থায় তাকে শিশু হিসেবে গণ্য করা হলো। পরে আদালত তার রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ফাইয়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন রিমান্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২৪ জুলাই রাতে ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে একদল লোক এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে পরিবার জানায়।

আইনজীবী ইশতিয়াক হোসেন বলেন, শনিবার যখন তার রিমান্ড মঞ্জুর করা হয় তখনো ফাইয়াজকে শিশু হিসেবে গণ্য করার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত ওই আবেদন আমলে না নিয়ে তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে তাকে রিমান্ডে নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয় বলে জানা গেছে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই