হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

জাপা মহাসচিব চুন্নু, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সানাউলসহ ৮২ জনের নামে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হকসহ ৮২ জনের নামে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে করা মামলায় ২৭০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা, মদদ দান, অর্থায়ন ও নির্দেশের অভিযোগে এই মামলা করা হয়। 

গতকাল রাতে করিমগঞ্জ থানায় মামলাটি করেন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুম। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা। জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক এমপি মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন ও নির্দেশে এ হামলা চালানো হয়। 

হামলায় আন্দোলনকারীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তাতে ক্ষতির পরিমাণ সাড়ে ৪ লাখ টাকা। তাদের হামলায় অনেকে গুরুতর আহত হয়। এ সময় আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। 

এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির