হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পান-সুপারির ব্যবসা করতেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা দুপুর দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাই—মালিবাগ রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। দ্রুত সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি আমাদের জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বটগ্রামে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকে। তাঁর বাবা নন্দিপাড়া এলাকায় পান-সুপারির ব্যবসা করতেন। সকালে মালিবাগে যান পান-সুপারি কিনতে। দুপুরে জানতে পারি তাঁর বাবা মালিবাগে ট্রেনে কাটা পড়েছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, মালিবাগে ট্রেনে কাটা পড়েছিলেন ওই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার