হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পান-সুপারির ব্যবসা করতেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা দুপুর দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাই—মালিবাগ রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। দ্রুত সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি আমাদের জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বটগ্রামে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকে। তাঁর বাবা নন্দিপাড়া এলাকায় পান-সুপারির ব্যবসা করতেন। সকালে মালিবাগে যান পান-সুপারি কিনতে। দুপুরে জানতে পারি তাঁর বাবা মালিবাগে ট্রেনে কাটা পড়েছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, মালিবাগে ট্রেনে কাটা পড়েছিলেন ওই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল