হোম > সারা দেশ > ঢাকা

বাউলের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শাহবাগ থানার সামনেই সমাবেশের ব্যাকড্রপ ভেঙে একধরনের অস্থিরতা তৈরি হয়। ছবি: ফোকাস বাংলা

বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে এবং কারাবন্দী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে মব সৃষ্টি করে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা।

আয়োজকেরা জানিয়েছেন, বিকেলে অনুষ্ঠান শুরু হলে জুলাই মঞ্চ নামের একটি সংগঠনের কর্মীরা সমাবেশস্থলে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরা অনুষ্ঠানের ব্যাকড্রপ ভেঙে ফেলার চেষ্টা করে অস্থিরতা তৈরি করেন। এতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। উভয় পক্ষ মুখোমুখি হলে সেখানে উত্তেজনা তৈরি হয়।

বাউল আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার বিচার দাবিতে কর্মসূচি পালনকারীদের সঙ্গে জুলাই মঞ্চের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে। ছবি: ফোকাস বাংলা

আয়োজকদের দাবি, এই পুরো ঘটনায় পুলিশকে নীরব ভূমিকায় দেখা গেছে। বক্তারা জুলাই মঞ্চের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বাউল আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার বিচার দাবিতে কর্মসূচি পালনকারীদের সঙ্গে জুলাই মঞ্চের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি। ছবি: ফোকাস বাংলা

সভায় শিল্পী অরূপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, সংস্কৃতিকর্মী বীথি ঘোষ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউলশিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিনিধিসহ রাজনৈতিক কর্মী, বাউল, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মীসহ অনেকে অংশগ্রহণ করেন। কবি রহমান মুফিজ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিউজ্জামান ফরিদ যৌথ সঞ্চালনা করেন।

বাউল আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার বিচার দাবিতে আয়োজিত ‘গানের আর্তনাদ’ কর্মসূচির মঞ্চে অতিথিরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় এবং সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান করা হয়। সমাবেশ শেষে শিল্পীরা প্রতিবাদী গান করেন এবং একটি মশালমিছিল শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এগিয়ে যায়।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার