হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত পল্টন (৩৫) একই এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। 

এ ঘটনায় পল্টনের বড় বোন নুরুন্নাহার বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন খোকন মিয়া, নাঈম, ফয়সাল, জয়, আকিল, রিজমণি, আম্বিয়া, আরাফাত ও শিপলু। পুলিশ জড়িত থাকার সন্দেহে লিপি বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। 

নিহতের পরিবারের দাবি, পল্টন মানসিক ভারসাম্যহীন যুবক। রাস্তায় মানুষের কাছ থেকে ১০–২০ টাকা চেয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে এলাকার খোকন মিয়া ও নাঈমসহ অন্যরা পল্টনকে চোর আখ্যা দিয়ে বেঁধে মারধর করেন। একপর্যায়ে পুকুরে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ইতিমধ্যে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট