হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে জেলা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) এবং একই এলাকার জালাল মোল্যার ছেলে রাশেদ মোল্যা (২৫)।

জানা গেছে, মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রীবাস মারা যান। এ সময় গুরুতর আহত হন অপর আরোহী রাশেদ মোল্যা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লরিটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ জন্য লরির চালককে আটক করা যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই