হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ (ডিবি মিরপুর)। গতকাল শুক্রবার তাঁকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। 

গোয়েন্দা পুলিশ বলছে, সোহেলের কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির টাকায় কেনা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ কোটি ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সোহেল রানা একসময় মানি প্ল্যান্ট নামের ওই প্রতিষ্ঠানে গাড়িচালকের চাকরি করতেন। এ ঘটনায় সাতজন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। 

ডিবি জানায়, ডাকাতি করা টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

গত ৯ মার্চ তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতি হয়। ঘটনার দিন ডিবি ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির মামলা হয় তুরাগে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫