হোম > সারা দেশ > ঢাকা

খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসায় খেলতে খেলতে গলায় ফাঁস লেগে আরাফাত ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলীর জুরাইনের একটি বাসায় এ ঘটনা ঘটে। দেখতে পেয়ে বাড়ির লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিশু আরাফাতের মামা রুবেল রহমান বলেন, বাসার বারান্দায় খেলছিল আরাফাত। সেখানে কাপড় শুকানোর রশি পেঁচিয়ে ঝুলতে চেয়েছিল সে। এ সময় রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরাফাতের বাবার নাম আজিজুল হক। তিনি একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। কদমতলীর জুরাইনে একটি বাসার চারতলায় ভাড়া থাকেন তাঁরা। আরাফাত জুরাইনের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে আরাফাত ছিল বড়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এর পরপরই শিশুটির পরিবারের লোকজন দ্রুত মৃতদেহ নিয়ে চলে যান। এ কারণে মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাটি কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ