হোম > সারা দেশ > ঢাকা

চালকদের জীবনমানের উন্নয়ন হলে যাত্রীদের প্রতি মায়া জন্মাবে: ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবহন চালকদের জীবনমান উন্নয়ন হলে, যাত্রীদের প্রতি মায়া জন্মাবে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘সাধারণ চালকদের জীবনমানের উন্নয়ন করুন। কারণ জীবনমানের উন্নয়ন না হলে যাত্রীদের প্রতি তাঁদের মায়া–মমতা জন্ম নেবে না।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’–এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ প্রমুখ। 

পরিবর্তনের জন্য পরিবহন খাতের সংশ্লিষ্টদের মানসিকতায় পরিবর্তন দরকার মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পরিবহন সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে একই পদে নেতৃত্ব দিচ্ছেন। এতে করে তাঁদের চিন্তাভাবনা ধ্যানধারণার মধ্যে পরিবর্তন আসছে না। অবশ্য তাঁদের চিন্তাভাবনা পরিবর্তন করার আগে সাধারণ চালক ও কর্মীদের পরিবর্তন হতে হবে। না হলে যত চেষ্টা করা হোক না কেন, লাভ হবে না। সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে এনে এসডিজি অর্জনে সরকারের যে লক্ষ্যমাত্রা, সেটাও পূরণ হবে না। তাই পরিবহন সেক্টরের সংশ্লিষ্টদের বলতে চাই, আপনারা আপনাদের মন–মানসিকতার পরিবর্তন করুন।’

তিনি বলেন, ‘৩০ বছর ধরে আমরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। মালিক–শ্রমিক পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সচেতন করার চেষ্টা করেছি। তাঁদের মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, তার আগ পর্যন্ত আমরা আসলে সুফল পাব না।’

অনুষ্ঠানে জানানো হয়, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন তিন দশকের পথচলায় সড়কের নিরাপত্তার কথা বলে এলেও দেশের যে কোনো দুর্যোগ এবং অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। এই কর্ম পরিকল্পনায় নগদ অর্থসহ আয়মূলক বিভিন্ন সহায়তা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— মোমবাতি তৈরির মেশিন প্রদান, হুইল চেয়ার, কৃত্রিম পা, ক্রাচ, ছোট দোকান তৈরি করে দেওয়া (পুঁজিসহ), গরু–ছাগল প্রদান, সেলাই মেশিন বিতরণ, গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়া এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

প্রতিবছরের মতো এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহায়তামূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও সারা দেশে ৩০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ