হোম > সারা দেশ > ফরিদপুর

জাল নিবন্ধনে বাল্যবিবাহ, কনের মা ও কাজিকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রাত ৯টায় শহরের চকবাজার জামে মসজিদ-সংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

এ সময় নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে (৪৮) বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অপরাধে বিকেলে শহরের বায়তুল আমান এলাকায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিবাহ দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে কনের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বিভিন্ন অভিযোগের কারণে নিকাহ রেজিস্ট্রার কামরুল হাসানের নিবন্ধন স্থগিত করা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে এক আদেশের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন। ওই আদেশ ৮ জুন পর্যন্ত কার্যকর ছিল।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, ‘এক কিশোরীর জাল নিবন্ধনের মাধ্যমে বয়স বেশি দেখিয়ে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সত্যতাও পাওয়া গেছে। যে কারণে দুজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া জেলা রেজিস্ট্রার বরাবর আমরা একটি চিঠি পাঠাব ওনার নিবন্ধনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন