হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে একদল শিয়ালের আক্রমণে আহত অন্তত ৩০ 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে কৃষক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের বর্ধমান, রংপুরহাট, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে একদল শিয়াল কয়েক ঘণ্টার ব্যবধানে রাস্তা ও জমির পাশে, বাড়ির আঙিনায় থাকা ৩০ জন নারী-পুরুষ ও শিশুকে অতর্কিত কামড়িয়ে আহত করেছে।

আহতদের কয়েকজন হলেন— সুজন মিয়া (৩০), সোহেল (২৫), তানিশা (৯) ও ফুল বান (৬০)। তাদের ডাক চিৎকারে স্বজন ও পার্শ্ববর্তী মানুষের সহযোগিতায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রাত ৯টা পর্যন্ত ২০ জন আহতের নাম রেজিস্ট্রি করা হয়েছে। ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদুল ইসলাম খান বলেন, হাসপাতালে যে সব রোগী এসেছে তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত আক্রমণের শিকার রোগীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের ভাষ্য, আরও ৮–১০ জন পল্লী চিকিৎসকদের চিকিৎসা নিয়েছেন।

পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান গ্রামে সাদেক বাচ্চু বলেন, ‘আজ সন্ধ্যায় হঠাৎ করে আমার বাড়ি পাশে তিন নারীসহ চারজনকে শিয়ালে কামড়িয়ে আহত করেছে।’

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা