হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ অফিস ঘেরাও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা কাপাসিয়া জোনাল অফিস প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা লিখিত আকারে বিভিন্ন অনিয়ম-ব্যবস্থাপনা তুলে ধরেন। এসবের মধ্যে অন্যতম হলো ঘনঘন লোডশেডিং, ভূতুড়ে বিল, গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানির কথাও উল্লেখ করেছেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাপাসিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রুহুল আমিন জানান, ‘ছাত্ররা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেছেন। অভিযোগগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তিনি আন্দোলনরত ছাত্রদের অভিযোগ শোনেন।

ইউএনও এ কে এম লুৎফর রহমান বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের লিখিত আকারে অভিযোগ করার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লোডশেডিং-সংক্রান্ত কিছু অভিযোগ উঠেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ