হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, করোনার অজুহাতে দীর্ঘ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত দেশের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। শুধু তাই নয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, 'রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান। গণপরিবহন, অফিস-আদালত, কারখানা-গার্মেন্টস, হোটেল-রেস্তোরাঁ কি খোলা নেই বাংলাদেশে! করোনার কি খাবার, পোশাক আর পরিবহন এর প্রয়োজন পড়ে না? করোনা কি শুধু শিক্ষিত হতে চায়! শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা যদি হয় অটোপাস তবে জাতি হবে মেধাশূন্য।'

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি এইচ এম শাহিন আদনান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. খালেদ সাইফুল্লাহ সানভীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. বিল্লাল হোসেন।

এ ছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল ফারুক, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহসভাপতি মো. হাশিম আমলা, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মো. আমির হামজা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মো. যুবায়ের মাদানি ও ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল