হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের কেওঢালা এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে সাড়ে ৮ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ১২ ঘণ্টা পর এই যানজট দূর হয়ে স্বাভাবিক হয়েছে যান চলাচল।

গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ যানজট দেখা যায় মহাসড়কে। 

গতকাল রাতে ও আজ সকালে নারায়ণগঞ্জের কেওঢালা এলাকায় একটি কাভার্ডভ্যান, বন্দর এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ও যাত্রামুরা এলাকায় একটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে যাওয়াতে এ যানজট সৃষ্টি হয়। মূলত রাতে অতিরিক্ত বৃষ্টি ও সড়কে খানাখন্দের কারণে এই যানবাহনগুলো বিকল হয়ে যায়। 

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অতি বৃষ্টিতে তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম বলেন, বুধবার দিবাগত রাতে মহাসড়কের যাত্রামুরা, কেওঢালা, লাঙ্গলবন্দসহ কয়েকটি স্থানে মোট দুটি ট্রাক ও দুটি কাভার্ডভ্যান বিকল হয়ে যায়। এ সময় কিছু যানবাহন উল্টো পথে প্রবেশ করলে যানজট তীব্র আকার ধারণ করে। 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে চেষ্টা করে বেলা ১১টার ভেতর আমরা মহাসড়কে বিকল হওয়া সকল গাড়ি সরিয়ে ফেলেছি। বৃষ্টির কারণে আমাদের কাজ করতে একটু সময় লেগেছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির