হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের কেওঢালা এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে সাড়ে ৮ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ১২ ঘণ্টা পর এই যানজট দূর হয়ে স্বাভাবিক হয়েছে যান চলাচল।

গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ যানজট দেখা যায় মহাসড়কে। 

গতকাল রাতে ও আজ সকালে নারায়ণগঞ্জের কেওঢালা এলাকায় একটি কাভার্ডভ্যান, বন্দর এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ও যাত্রামুরা এলাকায় একটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে যাওয়াতে এ যানজট সৃষ্টি হয়। মূলত রাতে অতিরিক্ত বৃষ্টি ও সড়কে খানাখন্দের কারণে এই যানবাহনগুলো বিকল হয়ে যায়। 

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অতি বৃষ্টিতে তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম বলেন, বুধবার দিবাগত রাতে মহাসড়কের যাত্রামুরা, কেওঢালা, লাঙ্গলবন্দসহ কয়েকটি স্থানে মোট দুটি ট্রাক ও দুটি কাভার্ডভ্যান বিকল হয়ে যায়। এ সময় কিছু যানবাহন উল্টো পথে প্রবেশ করলে যানজট তীব্র আকার ধারণ করে। 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে চেষ্টা করে বেলা ১১টার ভেতর আমরা মহাসড়কে বিকল হওয়া সকল গাড়ি সরিয়ে ফেলেছি। বৃষ্টির কারণে আমাদের কাজ করতে একটু সময় লেগেছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন