হোম > সারা দেশ > ঢাকা

বক্ষব্যাধি হাসপাতালের ভেতরে গুলিতে আহত কর্মচারী নেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে দুর্বৃত্তের গুলিতে আহত চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক নেতা জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তাঁর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, গত ১ আগষ্ট গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হয়। গতরাতে চিকিৎসাধীন মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। বনানী থানা-পুলিশ ঘটনার তদন্ত করছে।

গত ১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে সমিতি অফিসের সামনে এই গুলির ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই রাতেই জামাল হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঘটনার দিন জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। ওই রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরিহিত দুজন ব্যক্তি জামালের মাথায় গুলি করে পালিয়ে যায়।

তিনি জানান, সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। জামাল আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচারণা করছিলেন। তবে তাঁকে কিছু লোক নির্বাচন না করতে ফোনে হুমকি ধামকি দিচ্ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে তারাই জামালকে গুলি করেছে বলে দাবি স্বজনদের।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন