হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বাড্ডায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।

গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন