হোম > সারা দেশ > ঢাকা

ডেমরার স্টাফ কোয়ার্টার-হাজিনগর ব্রিজে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

ডেমরার স্টাফ কোয়ার্টার-হাজিনগর ব্রিজে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার-হাজিনগর ব্রিজে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডেমরা থানা-পুলিশ। আজ রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। অভিযানে ব্রিজের ওপরের অর্ধশতাধিক অবৈধ দোকান ও হকার স্টল উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ব্রিজের দুই পাশের প্রবেশমুখ-সংলগ্ন দোকানও অপসারণ করা হয়।

এ ছাড়া হাজিনগর এলাকায় ব্রিজের প্রবেশমুখে যানজট সৃষ্টি করা ইজিবাইক ও অটোরিকশা সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে সেখানে যানবাহন দাঁড়ানো নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘স্টাফ কোয়ার্টার-হাজিনগর ব্রিজ দিয়ে প্রতিদিন চার লক্ষাধিক মানুষের চলাচল। অথচ কতিপয় অসাধু প্রভাবশালী লোক এই ব্রিজে অবৈধ দোকান ও হকারদের বসায়। এ ঘটনায় এলাকাবাসী আমার কাছে অভিযোগ করলে রোববার অভিযান পরিচালনা করি। এর আগেও বৃষ্টিতে অভিযান পরিচালনা করে হকার উচ্ছেদ করেছি। পরে কৌশলে তারা আবার দোকানপাট বসিয়েছে। তাই এবারও অভিযান পরিচালনা করতে হলো।’

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ