হোম > সারা দেশ > ঢাকা

ভোটাধিকার নিয়ে এমন তামাশা-প্রহসন দেশে আগে দেখা যায়নি: সাইফুল হক

সাভার (ঢাকা) প্রতিনিধি

মানুষের ভোটের অধিকার নিয়ে এমন তামাশা, এ রকম প্রহসন এ দেশে আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

সাইফুল হক বলেন, ‘১৯৭১ সালে আমরা ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, ৩০ লক্ষ শহীদের শাহাদত বরণের মধ্য দিয়ে আমার বিজয় অর্জন করেছিলাম। আজকে ৫৩ বছর পরে মানুষের এই বিজয়কে বর্তমান সরকার এবং সরকারি দল পরাজয়ে পর্যবসিত করছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকের এই ১৬ ডিসেম্বর বিজয় দিবস যখন পালন হচ্ছে, তখন সরকার ’১৪ ও ’১৮ সালের মতো আরেকটা ভাগ-বাঁটোয়ারা ও নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে। ইতিমধ্যে মানুষ নির্বাচনের এই অপতৎপরতাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে।’ 

নির্বাচন সবাই প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘এই নির্বাচন সব বিরোধী রাজনৈতিক দলকে মাঠের বাইরে রেখে, সরকার ও তার মিত্রদের নিয়ে যে নির্বাচন করছে। এটিকে নির্বাচন হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ এটাকে বানরের পিঠা ভাগাভাগি, কেউ বলেছেন এটা ডামি নির্বাচন, কেউ এটাকে আওয়ামী লীগের কাউন্সিল বলে আখ্যায়িত করেছেন। মানুষের ভোটের অধিকার নিয়ে এমন তামাশা, এ রকম প্রহসন এর আগে দেশে দেখা যায়নি। মানুষ এটাকে প্রত্যাখ্যান ও বর্জন করেছে। রাজপথে বিরোধী দলগুলো ঐক্য তৈরি করেছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত