হোম > সারা দেশ > ঢাকা

ভোটাধিকার নিয়ে এমন তামাশা-প্রহসন দেশে আগে দেখা যায়নি: সাইফুল হক

সাভার (ঢাকা) প্রতিনিধি

মানুষের ভোটের অধিকার নিয়ে এমন তামাশা, এ রকম প্রহসন এ দেশে আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

সাইফুল হক বলেন, ‘১৯৭১ সালে আমরা ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, ৩০ লক্ষ শহীদের শাহাদত বরণের মধ্য দিয়ে আমার বিজয় অর্জন করেছিলাম। আজকে ৫৩ বছর পরে মানুষের এই বিজয়কে বর্তমান সরকার এবং সরকারি দল পরাজয়ে পর্যবসিত করছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকের এই ১৬ ডিসেম্বর বিজয় দিবস যখন পালন হচ্ছে, তখন সরকার ’১৪ ও ’১৮ সালের মতো আরেকটা ভাগ-বাঁটোয়ারা ও নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে। ইতিমধ্যে মানুষ নির্বাচনের এই অপতৎপরতাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে।’ 

নির্বাচন সবাই প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘এই নির্বাচন সব বিরোধী রাজনৈতিক দলকে মাঠের বাইরে রেখে, সরকার ও তার মিত্রদের নিয়ে যে নির্বাচন করছে। এটিকে নির্বাচন হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ এটাকে বানরের পিঠা ভাগাভাগি, কেউ বলেছেন এটা ডামি নির্বাচন, কেউ এটাকে আওয়ামী লীগের কাউন্সিল বলে আখ্যায়িত করেছেন। মানুষের ভোটের অধিকার নিয়ে এমন তামাশা, এ রকম প্রহসন এর আগে দেশে দেখা যায়নি। মানুষ এটাকে প্রত্যাখ্যান ও বর্জন করেছে। রাজপথে বিরোধী দলগুলো ঐক্য তৈরি করেছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট