রাজধানীর বাড্ডায় পাথরবোঝাই ট্রাকের ওপর থেকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াদ আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বাড্ডা থানার পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ জানান, ট্রাকের শ্রমিক ইয়াদ আলী ভোরে ট্রাকে করে পাথর নিয়ে পূর্ব বাড্ডায় আসেন। ট্রাকের ওপরই ঘুমিয়ে ছিলেন। এ সময় পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে গন্তব্যে পৌঁছালে তখনই চলন্ত ট্রাকের ওপর থেকে পড়ে যান এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এই এসআই আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ট্রাকচালক এবং তাঁর সহযোগীকে পিটুনি দেয়। আহত চালক ও তাঁর সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইয়াদ আলীর চাচাতো ভাই হেলাল উদ্দিন জানান, তাঁদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হালগড়া গ্রামে। ইয়াদ আলীর বাবার নাম সমেজ আলী। ঢাকায় উত্তরার আব্দুল্লাহপুর পশ্চিমপাড়ায় থাকতেন তিনি।