নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পঞ্চবটী চাষাঢ়া সড়কের বন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পিকআপচালককে নামিয়ে আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আগুন লাগা গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। অগ্নিসংযোগকারীদের ধরতে আমাদের অভিযান চলছে।’