হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেঘনায় ট্রলারডুবি: নারীর মরদেহ উদ্ধার, চার শিশুসহ নিখোঁজ ৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম সুমনা আক্তার (২৮)। এ ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সবাই জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সীমন্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারে করে নদীতে বেড়াতে এসেছিলেন তাঁরা। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে। 

উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)। 

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ছাড়া জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি