হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেঘনায় ট্রলারডুবি: নারীর মরদেহ উদ্ধার, চার শিশুসহ নিখোঁজ ৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম সুমনা আক্তার (২৮)। এ ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সবাই জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সীমন্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারে করে নদীতে বেড়াতে এসেছিলেন তাঁরা। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে। 

উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)। 

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ছাড়া জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই