হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক, ২ ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তাতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই ঘণ্টার চেষ্টায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আজ রোববার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি বালু ভর্তি করে কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুরের দিকে আসছিল। পথে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক থেকে উদ্ধার করা চালকের নাম অপু (৪০)। তিনি পটুয়াখালীর রাজপাড়া থানার সোলাপারা গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয়রা জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে একটি বালুবোঝাই ট্রাক আসছিল। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চালককে উদ্ধার করেন।

গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের বিভিন্ন অংশ কেটে দুই ঘণ্টার চেষ্টায় আহত চালককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান