হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইউপি নির্বাচনের প্রচারণায় সাংসদ, এলাকা ছাড়ার নির্দেশ ইসির

কিশোরগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এ ঘটনায় সাংসদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুক্রবার বিকেলে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকি আমান খানের পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এ ছাড়া নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। 

এ বিষয়ে জানতে সাংসদ আফজাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল কর হলেও তাঁকে পাওয়া যায়নি। 

কারপাশা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘একজন সংসদ সদস্য নিজে এসে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’ 

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে সাংসদের প্রচারণা ও ভোট চাওয়া অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনের উপসচিবের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানিয়েছি। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির